Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বছরসেরার তালিকায় বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বছরসেরার তালিকায় বাঁধন

সারা বছরের হিসাবে কাজ দিয়ে পৃথিবীব্যাপী সাড়া ফেলা তারকাদের নিয়ে সংবাদমাধ্যমগুলোতে সংবাদ কিংবা ফিচার প্রকাশ হয়। এ বছর এরইমধ্যে এমন দুটি সংবাদমাধ্যমে এসেছে বাংলাদেশের আজমেরী হক বাঁধনের নাম। চলতি বছর চমক দেওয়া আন্তর্জাতিক তারকাদের তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি। এ তালিকায় রয়েছেন—যুক্তরাজ্যের অভিনেতা তোহিব জিমোহ, কোরিয়ান-আমেরিকান অভিনেতা ডন লি, দক্ষিণ কোয়িার জং হো ইয়েন, ফ্রান্সের অভিনেত্রী মিলেনা স্মিথ, স্পেনের আলমুডেনা আমোর প্রমুখ। ভ্যারাইটির এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে তাঁর অভিনয় আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দিয়েছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। প্যাট্রিক ফ্র্যাটারের লেখা এই ফিচারে বাঁধনকে ‘তাক লাগানো অভিনেত্রী’ হিসেবে অভিহিত করা হয়েছে।

অন্যদিকে ‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকা করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকম। তালিকায় স্থান পাওয়া অধিকাংশই বলিউডের তারকা মুখ। এ ছাড়া আছে হলিউডের নামীদামি মুখ; চীন ও কোরিয়ান অভিনেতাদের নামও আছে। যাঁরা এ বছর সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছেন, এমন ৩৯ জন ‘গেম চেঞ্জিং’ তারকার তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন বাঁধন। প্রতিবেদনটি লিখেছেন অনুজ রাধিয়া। ৩৯ জন তারকা মুখের নাম ও তাঁদের কাজের বিবরণ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।

এ তালিকায় রয়েছেন দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগা, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখ।

আন্তর্জাতিকভাবে সমাদৃত এসব সংবাদমাধ্যমে নাম আসায় বাঁধন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা আমার জন্য ভীষণ সারপ্রাইজিং। ছবিতে আমি যা করেছি, সেই কৃতিত্ব কিন্তু সাদের (নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ)। এ ছবিতে আমি আমার সততা, পরিশ্রম বিনিয়োগ করেছি। পরপর দুটি তালিকায় নিজের নাম উঠে এসেছে, এতে আমি ভীষণ অবাক হয়েছি! ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ তালিকা করা হয়েছে। অবশ্যই এটা আমার জন্য আনন্দের।’

৬ জানুয়ারি শুরু হবে ৩৩তম পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রতিযোগিতায় অংশ নেবে রেহানা মরিয়ম নূর। যাচ্ছেন বাঁধনও। তিনি বলেন, ‘৩ জানুয়ারি আমি, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু উৎসবে যোগ দিতে যাচ্ছি। সেখানে আছেন আমাদের আরেক সহপ্রযোজক রাজিব মহাজন। তিনিও আমাদের সঙ্গে উৎসবে থাকবেন।’

বাঁধন অভিনীত বিশাল ভারদ্বাজের ‘খুফিয়া’ ছবির কিছু অংশের শুটিং বাকি আছে। আগামী বছরের শুরুতেই ফের ভারতে যেতে হবে এই ছবির শুটিংয়ে অংশ নিতে। এর মধ্যে শুরু হতে পারে সাদিক আহমেদের ‘আ ব্লেসড ম্যান’ ছবির শুটিং। এই ছবিতে বাঁধন অভিনয় করছেন তাহসানের বিপরীতে। আপাতত এই তার ব্যস্ততার ফিরিস্তি। বাঁধন বলেন, ‘ফেব্রুয়ারি পর্যন্ত জানি কী করছি। এরপর কী করব, এখনো অজানা।’

 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ