নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামের শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম ও একই ইউনিয়নের সিংহরা গ্রামের মৃত সেফাউদ্দিনের ছেলে আব্দুস সালাম। সিআর মামলায় (মামলা নম্বর ৮৮ / ১৯ ও ২৮০৫ / ১৯) তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তানভীর শেখ জানান, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম দুজনই সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁরা দুজনই পলাতক ছিলেন। আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।