আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী-সমর্থকেরা মিছিল বের করে। মিছিলটি পশ্চিম খাজুরিয়া রুহুল মিয়ার মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচানের পোস্টার ছিঁড়ে ফেলেন বলে তাঁর সমর্থকেরা অভিযোগ করেন।
এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মো. শামীম মিয়া লিকচানের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে ইউনুস মিয়ার সমর্থকেরা দাবি করেন। এতে আব্দুল হক, রিপন মিয়া, মামুন মিয়া, আলামিন মিয়া, হাফিজুল মিয়া আহত হন।
টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়া বলেন, ‘আমার জনসমর্থন দেখে প্রতিপক্ষ আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান পরিকল্পিতভাবে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’
এ ব্যাপারে আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান জানান, ‘আমার লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার কারণ জানতে চাইলে তারা সংঘাতে জড়িয়ে পড়েন।’
এ ঘটনায় টিউবওয়েল মার্কার সদস্য প্রার্থী ইউনুস মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক মনির হোসেনকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার লিখিত অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।