আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউপির ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন রয়েছেন।
গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস এদিন সন্ধায় বলেন, মাগুরখালী ইউপিতে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২ জন, খর্নিয়া ইউপি চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৩ জন, ধামালিয়া ইউপি চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১ জন, আটলিয়া ইউপি চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫ জন, ভান্ডারপাড়া ইউপিতে সাধারণ সদস্য পদে ৩ জন, রুদাঘরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ১ জন এবং রংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২ জন, শোভনায় সাধারণ সদস্য পদে ১ জন, শরাফপুরে সাধারণ সদস্য পদে ১ জন, মাগুরাঘোনায় চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১ জন, গুটুদিয়ায় সংরক্ষিত মহিলা আসনে ১ জন, সাধারণ সদস্য পদে ৩ জন, রঘুনাথপুরে সাধারণ সদস্য পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। উল্লেখ্য উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৩ জন, সাধারণ সদস্যপদে ৫৪৬ জন এবং সংরক্ষিত পদে ১৬২ জন মনোনয়নপত্র জমা দেন।