Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ওমিক্রনের প্রস্তুতি নামেই

জমির উদ্দিন, চট্টগ্রাম

ওমিক্রনের প্রস্তুতি নামেই

নগরের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে চলতি মাসের ১ তারিখ থেকে চলছে বিজয় মেলা। গতকাল শুক্রবার বেলা ৩টায় মেলায় তিলধারণেরও ঠাঁই ছিল না। করোনাকালীন স্বাস্থ্যবিধির বালাই নেই, গুটিকয়েকজন ছাড়া কারও মুখে মাস্কও নেই।

পাঁচ বন্ধুর সঙ্গে মেলায় এসেছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের স্নাতক পর্বের ছাত্র মো. আকরাম হোসেন। এঁদের কারও মুখে মাস্ক ছিল না। একটি শ্বশুরবাড়ি নামে পিঠার স্টলে এক থালে খাচ্ছিলেন তাঁরা। মাস্ক না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা বিষয়ে জানতে চাইলে আকরাম বলেন, ‘দেশে করোনা আছে নাকি? এটি এখন জ্বর-সর্দির মতো হয়ে গেছে।’

শুধু বিজয় মেলা নয়, নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক, ওয়ার সিমেট্রি, ভাটিয়ারী লেক, স্বাধীনতা কমপ্লেক্সসহ নগরের বিভিন্ন পর্যটন স্পটে এখন মানুষের ঢল। বিভিন্ন কমিউনিটি সেন্টারেও মানছে না সরকারি বিধিনিষেধ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর কথা থাকলেও এখনো বসেনি। সব মিলিয়ে নগরে ওমিক্রনের প্রস্তুতি শুধুই কাগজে-কলমে।

এদিকে ওমিক্রন প্রতিরোধে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলো বাস্তবায়নের এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। গতকাল শুক্রবার চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে গেছে। অর্থাৎ বৃহস্পতিবার যেখানে মাত্র দুজন করোনায় আক্রান্ত হয়েছেন, সেখানে শুক্রবার আক্রান্ত হন ১১ জন; যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৯ অক্টোবর ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ওমিক্রনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘গত মাসের ২৭ তারিখে জেলা পর্যায়ে স্বাস্থ্য কমিটির সঙ্গে বসেছি। সরকারি যেসব নির্দেশনা দেওয়া আছে, সেগুলো বাস্তবায়নের জন্য বলেছি।’

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। মৃত্যুর হার তেমন না থাকলেও সংক্রমণ বাড়ায় এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হলে জটিলতা তৈরি হতে পারে। তাই আগের মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা উচিত।’

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু করা যাচ্ছে না প্রবাসীদের করোনার নমুনা পরীক্ষার কাজ। ওমিক্রনের প্রস্তুতি হিসেবে পিসিআর ল্যাব বসবে বসবে বলে চলে গেছে এক মাস। এখনো ল্যাব বসানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান সিভিল সার্জন।

তবে বিদেশগামীদের (সংযুক্ত আরব আমিরাত) করোনাভাইরাস শনাক্ত করতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৬ ডিসেম্বর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানিয়েছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি প্রতিষ্ঠানকে দ্রুত ল্যাব স্থাপনের অনুমতি দিয়ে চিঠিও ইস্যু করা হয়েছে। এর অগ্রগতি বিষয়ে জানতে ডা. হাসান শাহরিয়ারের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে পিসিআর টেস্টের জন্য ১ হাজার ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্টের জন্য কোনো ফি আদায় না করার জন্য বলা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ধানমন্ডির ল্যাবএইড, কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, পিসিআর ল্যাব বসানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে আশা করছি, শিগগির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো ল্যাব বসাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ