যশোরের ঝিকরগাছা পৌরসভায় করোনার গণটিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল রোববার এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৮৫০ জন টিকা নিয়েছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম।
এদিকে চৌগাছায় দুই দিনে কওমি ও হাফেজি মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো বিদ্যালয়ে লেখাপড়া না করে কাজে জড়িয়ে পড়া ১২ থেকে ১৭ বছরের শতাধিক শিশুকেও টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রোববার উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘বৃহস্পতিবার ও রোববার কওমি ও হাফেজি মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী এবং শতাধিক শিশু শ্রমিককে করোনার টিকা দেওয়া হয়েছে।’