গোপালপুরে ৫২টি গাঁজাগাছসহ মো. ফরিদ উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে নিজ বাড়ি থেকে গাঁজাগাছসহ তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার নির্দেশক্রমে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে রোববার রাতে এই অভিযান চালানো হয়। এ সময় ফরিদের বসতবাড়িতে চাষ করা ৫২টি গাঁজাগাছসহ তাঁকে আটক করা হয়।
ওসি মো. মোশারফ হোসেন বলেন, আটক ফরিদ একজন পেশাদার মাদকসেবী। নিজ বাড়িতে গাঁজার চাষ করে তিনি বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।