ঝালকাঠির কাঠালিয়ায় সাইফুল ইসলাম লাভলু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের হাওলাদার বাড়ির নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবাসীরা তাঁকে উদ্ধার করেন।
মৃত সাইফুল ইসলাম লাভলু ও তার পরিবার কচুয়া গ্রামের নানা তৈয়ব আলীর ঘরে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম লাভলু দীর্ঘদিন মাদক সেবনের একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। মা তাসলিমা ও লাভলু অনেক দিন ধরে একই ঘরে বসবাস করে আসছেন। দুপুরে তাসলিমা বাজারে গেলে তখন সাইফুল ইসলাম লাভলু ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘লাভলু মানসিক ভারসাম্যহীন ছিলেন। আরও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।’