সিলেট মহানগরসহ জেলার উপজেলাগুলোতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গতকাল শনিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিকে সকাল ৮টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড্ডয়ন করা হয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।
বিয়ানীবাজার: ভোরে বিয়ানীবাজার পৌরসভার খাসা শহীদ টিলা এলাকার স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হোন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহীদ বেদিতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা-পুলিশ, বিয়ানীবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
গোয়াইনঘাট: দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের সম্মানে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ইউএনও মো. তাহমিলুর রহমান, এসি ল্যান্ড তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি, থানার ওসি কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট সার্কেলের পরিদর্শক মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
জৈন্তাপুর: ভোরে তোপধ্বনির মাধ্যমে বাসস্টেশন সংলগ্ন স্মৃতিসৌধে এবং উপজেলা কমপ্লেক্সে এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। পরে ইউএনও আল-বশিরুল ইসলাম, এসি ল্যান্ড রিপামনী দেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়রুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।