নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৫০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৩ জন প্রার্থীসহ মোট ৭৪০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।