Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ওমিক্রন শঙ্কার মধ্যেই ভোটের প্রস্তুতি ভারতে

কলকাতা প্রতিনিধি

ওমিক্রন শঙ্কার মধ্যেই ভোটের প্রস্তুতি ভারতে

করোনার সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ভারতে প্রতিদিনই বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। তবে এমন পরিস্থিতির মধ্যেও দেশটির ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে। এ অবস্থায় গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই করোনা পরিস্থিতি যাচাই করে নিতে চান তাঁরা।

তবে নির্বাচন কমিশনের সতর্ক অবস্থান সত্ত্বেও ভারতের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা তুঙ্গে। কারণ, আগামী বছরের মার্চ-এপ্রিলেই দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ (ইউপি)-সহ পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ভারতে গতকাল সোমবার পর্যন্ত আগের গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৩১৫ জন।

চলমান পরিস্থিতি নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সঙ্গে আলোচনার পর জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ইউপি সফরে যাবেন তাঁরা। তবে এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা নির্বাচনমুখী রাজ্যগুলোতে সফরের মাত্রা বাড়িয়ে দিয়েছেন।

পাঞ্জাবে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে সাবেক মুখ্যমন্ত্রী এবং সদ্য কংগ্রেস ত্যাগ করা অমরিন্দার সিংয়ের নবগঠিত আঞ্চলিক দল। গোয়ায় কংগ্রেস-ছুটদের নিয়ে সরকার গঠনের চেষ্টা শুরু করছে মমতার তৃণমূল। মণিপুরে আগেই কংগ্রেসের বড় অংশ বিজেপিতে নাম লিখিয়েছে। উত্তরাখণ্ডে কংগ্রেস ভালো ফল করতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ