সিলেটের চার জেলায় গতকাল রোববার বিপুল উৎসাহ-উদ্দীপনায় বই উৎসব হয়েছে। উৎসবে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বই পেয়ে উচ্ছ্বাসে মাতে তারা। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট নগরীর দি এই-ডেড হাইস্কুলে বেলা ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার। অপর দিকে সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বেলা ১১টার দিকে নগরীর দরগাহ মহল্লায় দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
জামালগঞ্জ (সুনামগঞ্জ): বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম নবী হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী, অভিভাবক আজাদ আলী প্রমুখ।
গোয়াইনঘাট (সিলেট): গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে জাফলং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ইউসুফুর রহমান, সালমান শাহ, মিনহাজ মির্জা প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
রাজনগর (মৌলভীবাজার): বই বিতরণ অনুষ্ঠানে ইউএনও ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইউনুস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার প্রমুখ।
ধর্মপাশা (সুনামগঞ্জ): মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও নাহিদ হাসান খান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী, প্রভাষক নির্মল চন্দ্র সরকার, সুজন চন্দ্র সরকার প্রমুখ।
হবিগঞ্জ: বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ইউএনও মনজুর আহ্সানের সভাপতিত্বে বক্তব্য দেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
কমলগঞ্জ (মৌলভীবাজার): বই বিতরণ অনুষ্ঠানে ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
বড়লেখা (মৌলভীবাজার): বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান
চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ: সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী।
কানাইঘাট (সিলেট): কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মখলিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুমন্ত ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
জকিগঞ্জ (সিলেট): ইউএনও একএম ফয়সাল, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।