প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এশিয়া সফর করবে পিএসজি। দলটির জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে পিএসজি। আর এতে এই প্রশ্নটাও উঠে গেছে, পিএসজিতে থাকা কি শেষ এমবাপ্পের?
এশিয়া সফরে না রেখে তাঁর দলবদল নিয়ে এমবাপ্পেকে নিজেদের কঠোর অবস্থানের একটা বার্তাই দিয়েছে পিএসজি। ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। সেই ফ্রি এজেন্টের সুবিধা নিয়ে পরের বছর রিয়ালে যাওয়ার জন্য বার্নাব্যুর দলটির সঙ্গে চুক্তি এরই মধ্যে এমবাপ্পে করে ফেলেছেন বলে বিশ্বাস অনেকের। এমবাপ্পে নিজেও চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, তিনি আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না। এই না চাওয়াতেই সন্দেহটা আরও গাঢ় হয়েছে পিএসজির।
কিন্তু পিএসজি এমবাপ্পের এই ইচ্ছা রাখবে কেন! তাঁকে চলতি দলবদলে বিক্রি করলে টাকা পাবে ক্লাব। আর আগামী বছর ফ্রি এজেন্ট হয়ে গেলে এক কানাকড়িও পাবে না। তাই পিএসজি এমবাপ্পের ওপর চাপ সৃষ্টি করেছে, হয় চলতি জুলাইয়ের মধ্যেই চুক্তি নবায়ন করো, না হয় পিএসজি ছেড়ে যাও। এরই মধ্যে এমবাপ্পেকে ১০ বছরের জন্য ১২ হাজার ১৫৮ কোটি ৭৫ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
কী সিদ্ধান্ত নেবেন এমবাপ্পে?