Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বর্তমান নিয়েই ভাবনা রোহিতদের

ক্রীড়া ডেস্ক

বর্তমান নিয়েই ভাবনা রোহিতদের

৯ ম্যাচে ৯ জয়—এই বিশ্বকাপে ভারতীয় দলের ফর্ম বোঝাতে এ তথ্যই যথেষ্ট। ব্যাটারদের ফর্মটাও এখানে না বললেই নয়। ওপেনার রোহিত শর্মা, তিনে খেলা বিরাট কোহলি কিংবা চার ও পাঁচে নামা শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল—সবারই এই টুর্নামেন্টে ব্যাটিং গড় ৫০-এর ওপরে! এখানেই শেষ নয়, প্রথমবারের মতো এই বিশ্বকাপে ভারতের দুই ব্যাটার কোহলি (৫৯৪) ও রোহিত রান করেছেন ৫০০-এর বেশি।

শুধু কি ব্যাটাররা, বোলাররাও দুর্দান্ত ছন্দে! মোহাম্মদ শামি টুর্নামেন্টে ১৬ উইকেট নিয়েছেন। তাঁর চেয়ে ৬টি উইকেট বেশি নিয়ে সেরা শিকারি অস্ট্রেলীয় স্পিনার অ্যাডাম জাম্পা, কিন্তু জাম্পার বোলিং গড় যেখানে ১৮.৯০; সেখানে শামির ১০-এরও কম, ৯.৫৬! কমপক্ষে ১০ উইকেটে পাওয়া বোলারদের মধ্যে শামির পর জসপ্রীত বুমরার বোলিং গড়ও দ্বিতীয় সেরা, ১৫.৬৪।

দলীয় ব্যাটার-বোলারদের এমন ফর্মের পরও আজ সেমিফাইনালের আগে পা মাটিতেই রাখছেন রোহিত শর্মা। সেমিফাইনাল নতুন একটা ম্যাচ, নতুন করে শুরু করতে চায় ভারত। সে চাওয়ার কারণও আছে। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফেবারিট হওয়ার সত্ত্বেও এই নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এই নিউজিল্যান্ডের বিপক্ষে একই পরিণতি হয়েছিল রোহিত-কোহলিদের। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয়

অধিনায়ককে সে প্রসঙ্গটা মনে করিয়ে দেওয়ায় রোহিতের জবাব, তাঁদের ফোকাসটা শুধু ক্রিকেটেই। ‘আমরা যখন প্রথম বিশ্বকাপ জিতি, এই দলের অর্ধেকের জন্ম হয়নি। আর ২০১১ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে, এই দলের অর্ধেক নেই এই ম্যাচে। যারা আছে তাদের ফোকাসটা ক্রিকেটে। গত বিশ্বকাপটা কীভাবে জিতেছি আমরা, প্রথম বিশ্বকাপটাই-বা কীভাবে জিতেছি—এ নিয়ে কথা বলতে দেখিনি ছেলেদের। উল্টো কীভাবে তারা আরও বেশি ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে, দলের জন্য তারা কী করতে পারে, তাদের উন্নতির জায়গাটা কোথায়, তাদের ফোকাসটা সেদিকেই। আমাদের এই দলের সৌন্দর্য এটাই।’

এই যে শুরু থেকেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ভারত—এর পেছনেই অতীত নিয়ে দলীয় সদস্যদের না ঘাঁটাঘাঁটির ফল বলেই মনে করেন রোহিত। ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘বর্তমানেই ফোকাস আমাদের। আর এটাই টুর্নামেন্টের শুরু থেকে করে এসেছি আমরা। আমার বিশ্বাস, এটা খুবই ভালো দিক। আপনি আজ যা অর্জন করছেন, সেটাই ঠিক করবে আগামীকাল আপনার অর্জনটা কী হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ