আগামী ১৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ মাগুরা।
জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মীর মেহেদি হাসান রুবেল সাংবাদিকদের জানান, ১৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সম্মেলনকে সামনে রেখে গত ৯ মার্চ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি-সম্পাদক পদে গত বৃহস্পতিবার ছিল কর্মীদের জীবন-বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন পর্যন্ত সভাপতি পদে ১৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৬২ জন ছাত্রলীগ কর্মী তাদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। জমাকৃত কাগজপত্র এখন কেন্দ্রীয় কার্যনির্বাহী দপ্তরে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে ১৫ তারিখ সম্মেলনে চূড়ান্ত করা হবে।
দুই পদে এতজনের আবেদন কিসের ভিত্তিতে যোগ্য প্রার্থী চূড়ান্ত করা হবে আজকের পত্রিকার এমন প্রশ্নে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি আপেল মাহমুদ জানান, ছাত্রত্ব থাকতে হবে। অবিবাহিত, সেই সঙ্গে রাজনৈতিক ত্যাগ, সফল সংগঠকের গুণাগুণ দেখা হবে। ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে দেশকে এগিয়ে। নিতেই বড় চ্যালেঞ্জ এ কমিটির। এসব যাচাই বাছাই করে ১৫ তারিখে চূড়ান্ত করা হবে।
বর্তমান ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ মে। অনুষ্ঠিত সম্মেলনে মীর মেহেদি হাসানকে সভাপতি ও আলী হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠিত হয়। পরে এক বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা জানান, এবার সম্মেলনটি সব দিক থেকে গুরুত্বপূর্ণ। যোগ্য নেতৃত্বের দিকেই ফোকাস থাকবে ছাত্রলীগের।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।