Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আসবাবের মূল্যছাড়ে নজর ক্রেতার

জয়নাল আবেদীন খান, ঢাকা

আসবাবের মূল্যছাড়ে নজর ক্রেতার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। তবে পছন্দের আসবাবপত্র সামগ্রী কেনার ক্ষেত্রে মান ও বাড়তি ছাড়ের দিকে নজর রাখছেন গ্রাহকেরা। তাঁদের অনেকে মেলা ঘুরে বিশেষ ছাড়ের সন্ধান করছেন। কেউ কেউ বিভিন্ন পণ্যের ওপর দেওয়া ছাড়ের হার ও অন্যান্য সময়ের ছাড়ের সঙ্গেও তুলনা করছেন। তবে পছন্দের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ প্রায় সব ক্রেতাই।

রাজধানীর পূর্বাচলে ১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, এ বছর মেলার প্রথম দিন থেকেই আলিবাবা ডোর, হাতিল, পারটেক্স, নাভানা, নাদিয়া, আকতার, ব্রাদার্স, রিয়াল ও আরএফএলের মতো অনেক নামী প্রতিষ্ঠান আকর্ষণীয় ডিজাইনের পণ্য নিয়ে এসেছে। দর্শনার্থীদের নজর কাড়তে মেলায় বিভিন্ন সাইজ ও মানের আসবাবপত্র প্রদর্শন করছে। কোনো কোনো স্টলে বিভিন্ন পণ্যের দামের ওপর দেওয়া ছাড়ও প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়াও ফ্রি হোম ডেলিভারির প্রস্তাব দিচ্ছে কোম্পানিগুলো।

হাতিলের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, আকর্ষণীয় সোফা, বিভিন্ন সাইজের আলমারি, খাট, ডাইনিং সেট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সোফা বিক্রি করছে ৬০ হাজার থেকে ৩ লাখ টাকায়, বেড ৩৫ হাজার থেকে ৭০ হাজার টাকা, আলমারি ৪২ হাজার থেকে ১ লাখ টাকা এবং ডাইনিং সেট বিক্রি করছে ৪০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়।

আলিবাবা ডোরের স্টলে কথা হয় ভাষানটেক থেকে আসা জাবানুল নামে এক ক্রেতার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় আসবাবপত্রের প্রতিষ্ঠানগুলো নিয়মিত দামের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি করছে। এখানে একটি ডাইনিং টেবিল ও ছয়টি চেয়ার অর্ডার দিয়েছি। আগে ৫০ হাজার টাকা ছিল। এখানে সেটি ৩৮ হাজার টাকায় নিয়েছি।’

রাজধানীর জিগাতলা থেকে মেলায় ঘুরতে আসা নয়না আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের মেলায় আসবাবপত্রের নজরকাড়া পণ্য এসেছে। পছন্দের সাইজও রয়েছে। মূল্যছাড় ও মানের মধ্যে সমন্বয় করে আসবাবপত্র কিনব।’

রিয়ালের বিক্রয়কর্মী আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোক্তার চাহিদা অনুসারে তাঁর ঘরের আসবাবপত্র সাজিয়ে ভার্চুয়ালি ডিসপ্লে করা হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ