নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে এক কিশোরীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে শিবু চন্দ্র দাস (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী কিশোরীর মা শিবুকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। বন্দর উপজেলার বাসিন্দা শিবু ফতুল্লার দেওভোগ এলাকায় ভাড়া থাকেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিচিত শিবু প্রায় সময় ভুক্তভোগীদের বাসায় যাতায়াত করতেন। গত বৃহস্পতিবার পরিবারের অপর সদস্যেরা বাসায় না থাকায় অভিযুক্ত শিবু গিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী আত্মরক্ষার্থে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তখন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান শিবু।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রউফ জানান, কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলার হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে অভিযুক্ত শিবুকে গ্রেপ্তার করা হয়েছে।