ঝালকাঠির রাজাপুর সদরে পুলিশ পরিদর্শক আফজাল হোসেনের চারতলা ভবনের ৩ ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০-১১টার ভেতরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ওই ভবনের বাসিন্দা লাকি বেগম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাঁর দরজায় তালা লাগিয়ে মেয়েকে নিয়ে প্রাইভেট পড়াতে যান। ১১টার দিকে বাসায় এসে দেখেন দরজা ভাঙা। তাঁর ঘরে আলমারি ও শোকেসের ড্রয়ার ভাঙা পান। চোরেরা তাঁর ঘরে থাকা স্বর্ণালংকারসহ মোবাইল ফোন ও ৫ হাজার টাকা নিয়ে যান। ওই ভবনের আরেক বাসিন্দা মাসুম খান জানান, সকাল ১০টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী ঘরে তালা লাগিয়ে ব্যাংকে যান। ঘরে ফিরে দেখেন চোরেরা ঘর থেকে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন।
এ বিষয় রাজাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জিব বলেন, ভুক্তভোগীরা যেভাবে সহায়তা চান সেভাবে সহায়তা দেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ব্যাপারে কোনো প্রকার ক্লু পাওয়া যায়নি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি।