ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তী ইউনিয়নে এক যুগেরও বেশি সময়ে ৪টি রাস্তা মেরামত করা হয়নি। উপজেলার সাতবর্গ খাতাবাড়ি থেকে গ্রামের প্রধান সড়ক হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে সংযুক্ত ৪টি রাস্তাই এখন বেহাল। এক সময় ছোট ট্রাক, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস চলাচল করলেও বর্তমানে রাস্তাগুলো যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে কাদা পানিতে রাস্তাগুলো একাকার হয়ে যায়। গাড়ি উল্টে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা যায়, সাতবর্গ সওদাগর এলাকার পাশ দিয়ে চলে যাওয়া একটি রাস্তা প্রায় বিলুপ্তের পথে। একের পর এক জনপ্রতিনিধি দায়িত্ব নিলেও রাস্তাগুলো মেরামতের দায়িত্ব নিতে পারেননি কোনো জনপ্রতিনিধি। সাতবর্গ থেকে আমতলী সংযোগ সড়ক হতে ঢাকা-সিলেট সংযোগের ২২ শ ফুটের আরেকটি রাস্তার অবস্থাও একেবারেই বেহাল। এ ছাড়া মনার বাড়ির কাছে দুই পাশে পুকুরে প্রায় ৩০ ফুটের অধিক রাস্তা বিলীন হওয়ার পথে। সাতবর্গ কমিউনিটি ক্লিনিক থেকে সাবেক ইউপি সদস্য মৃত তারাব আলী বাড়ির পাশ দিয়ে সাতবর্গ বাজার পর্যন্ত আরেকটি রাস্তা কিছু কিছু অংশে পায়ে হাঁটাও কষ্টকর।
স্থানীয় সমাজ সেবক অলি আহাদ বলেন, রাস্তাগুলো দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল। দীর্ঘদিন মেরামত না করার কারণে বর্তমানে এসব রাস্তা দিয়ে খুব কষ্ট করে চলাচল করতে হয়।
রিকশা চালক আজিজ মিয়া বলেন, রাস্তার যে অবস্থা কোনো রকম একটি রাস্তা দিয়ে রিকশা নিতে পারলেও বাকি রাস্তাগুলো দিয়ে রিকশা দূরের কথা পায়ে হাঁটাও কষ্টকর।
এলাকার কৃষক ওমর আলী বলেন, ‘ধান মারাই করে রিকশা ভ্যান দিয়ে আনা নেওয়া করতে হয়। রাস্তা খারাপ হওয়ায় আমরা বিপদে আছি। রাস্তাগুলো মেরামত করা খুবই জরুরি।’