Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পুলিশের সহায়তায় পথহারা ২ শিশু বাড়ি ফিরল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

পুলিশের সহায়তায় পথহারা ২ শিশু বাড়ি ফিরল

লালমোহনে হারিয়ে যাওয়া তানভীর (৮) ও বায়েজিদ (৭) নামের দুই শিশুকে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার ভাঙাপোল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। পরে লালমোহন থানা-পুলিশের পক্ষ থেকে ফেসবুকে দুই শিশুর পরিচয় শনাক্তের জন্য একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি শিশু দুটির আত্মীয়দের নজরে পড়লে তাঁরা থানায় যোগাযোগ করেন। এরপর শিশু দুটিকে শুক্রবার রাতে তাদের মামাতো ভাই মো. ফরহাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের কাছে পৌঁছাতে পেরে বাঁধ ভাঙা আনন্দ দেখা দেয় ওই দুই শিশুর মাঝে। এ ছাড়া শিশু দুটিকে পেয়ে লালমোহন থানা-পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই দুই শিশুর মামাতো ভাই ফরহাদ।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘শুক্রবার সকালে তাদের পেয়ে থানা হেফাজতে রাখা হয়। তাদের পরিবার ঢাকার তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকায় বাস করে। শিশু দুটি চরফ্যাশনে তাদের এক আত্মীয়র বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে হারিয়ে যায়। পরে তাদের সন্ধান চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেই। ওই পোস্ট দেখে শিশু দুটির মামাতো ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার রাতে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে শিশু দুটিকে হস্তান্তর করা হয়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ