Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে জয়ী সাংসদ

মির্জাপুর উপজেলা

পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে জয়ী সাংসদ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হলেন নবনির্বাচিত সাংসদ খান আহমেদ শুভ। গতকাল সোমবার বিকেলে ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহিরের বাড়িতে যান তিনি। এ সময় জহিরুল ইসলামকে মিষ্টিমুখ করান সাংসদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম বলেন, ‘খান আহমেদ শুভ সোমবার মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসেন এবং খোঁজ খবর নেন।’ এ ছাড়া এলাকার উন্নয়নে তাঁর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবেন বলে তাঁকে আশ্বস্ত করেন শুভ। নবনির্বাচিত সাংসদের এমন আচরণে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানান।

অপরদিকে জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জাপুরে ফেরার পথে খান আহমেদ শুভ মারিশান কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকায় শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ