ত্রিশালে ইজারাবিহীন অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কাজল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও শাকিলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদ হতে ইজারাবিহীনভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে কাঁঠাল ইউনিয়নে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় কাজল মিয়া ও শাকিলকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় কাজল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং শাকিলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, কাজল মিয়া অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাঁকে কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর শাকিলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।