মির্জাপুরে রংবেরঙের পতাকা দিয়ে কমপ্লেক্স সজ্জিত করণ, মোমবাতি প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশি-বিদেশি অতিথিদের নিয়ে ৯০ তম কুমুদিনী ফাউন্ডেশন ডে পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এ সময় অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কুমুদিনী কমপ্লেক্স।
গতকাল দুপুরের পর একে একে অতিথিরা কমপ্লেক্সে পৌঁছালে তাঁদের স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। বিকেল তিনটার দিকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার ডেপুটি চিফ অব মিশন মিস্টার ইয়ামাহা মিরুইয়াকি, মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামীর, সাংসদ সিমিন হোসেন, জেলা প্রশাসক ড. আতাউল গনি, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সাংবাদিক মাহফুজ আনাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল শত শত অতিথি এসে উপস্থিত হন।
তাঁদের উপস্থিতিতে কুমুদিনী কমপ্লেক্সে অতিথিদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় কুমুদিনীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে বিকেলে পাঁচ টার দিকে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশ গ্রহণে হোমসের মাঠে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নার্সিং স্কুল ও কলেজ এবং কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সন্ধ্যায় শত শত মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কুমুদিনী কমপ্লেক্স মোমবাতির আলোয় সজ্জিত করা হয়।