সৌগত বসু ও মো. আবদুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ থেকে
ঝিনাইদহের চারটি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ দলটির স্বতন্ত্র প্রার্থী। ফলে যেটুকু লড়াই হবে, সেটা নিজেদের মধ্যেই হবে। জেলা সদরের বাইরে খানিকটা ভোটের উত্তাপ পাওয়া গেলেও শহরে এখনো কোনো আলোচনা নেই।
ঝিনাইদহ বাস টার্মিনালে প্রায় এক ঘণ্টা একটি চায়ের দোকানে অপেক্ষা করেও স্থানীয় কারও কাছ থেকে নির্বাচনকেন্দ্রিক কোনো আলাপ শোনা যায়নি। যে যার মতো কাজে ব্যস্ত। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিবেদকের সঙ্গে থাকা স্থানীয় সাংবাদিকেরা আসনগুলোয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নিয়ে আলোচনা করছিলেন। সেই আলোচনায় জানা গেল, এই জেলার নির্বাচন এখনো কর্মী ও প্রার্থীকেন্দ্রিক অবস্থায় আছে। সাধারণ মানুষের সম্পৃক্ততার পর্যায়ে যায়নি।
নতুন ভোটার মো. বাপ্পী আজকের পত্রিকাকে বলেন, তিনি এখনো নির্বাচনের আমেজ খুঁজে পাননি। তিনি শুনেছেন, সাধারণত নির্বাচনের আগে প্রার্থী ও কর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পোস্টার বিলি করেন। ভোট চান। তবে এমন কিছুই এখনো ঝিনাইদহে শুরু হয়নি।
এদিকে, ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এলাকায় তিনি ব্যবসায়ী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাঁর বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) নাসের শাহরিয়ার জাহেদী। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সংসদ সদস্যের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মী নেই। আর ভোটাররা তাঁর থেকে গত ১০ বছরে উন্নয়নের কিছু পাননি। এ জন্য অনেকেই স্বতন্ত্রের দিকে ঝুঁকেছেন। স্থানীয় ভোটার মো. ওলিয়ার আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সংসদ সদস্যের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানুষের ক্ষোভ আছে। তাই এলাকার মানুষ বিকল্প চাচ্ছে। তবে প্রতীকের নির্বাচন যাঁরা করেন, তাঁরা নৌকাতেই ভোট দেবেন। এলাকায় এই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এই জেলায় সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা উপজেলা)। এই আসনে নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুখোমুখি অবস্থানে আছেন। নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। তাঁর বিপরীতে স্বতন্ত্র হিসেবে আছেন ট্রাক প্রতীকের বিশ্বাস বিল্ডার্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল। একই সঙ্গে দুলালের স্ত্রী মুনিয়া আফরিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বামী-স্ত্রী একই আসন থেকে নির্বাচন করার কারণে এখানে সাধারণ ভোটারদের আগ্রহ বেশি।
ঝিনাইদহ-৩ আসন কোটচাঁদপুর-মহেশপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজী। তাঁর বিপক্ষে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান। তিনিও আওয়ামী লীগ নেতা।
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম। তাঁর বিপক্ষে স্বতন্ত্র আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। তিনিও আওয়ামী লীগ নেতা। স্থানীয়দের ভাষ্যমতে, এই দুই আসনে ভোট হবে হাড্ডাহাড্ডি।