হোম > ছাপা সংস্করণ

কলাগাছ দিয়ে বানানো মিনারে শ্রমিকদের শ্রদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা তাঁদের। তবে ধারে-কাছে নেই কোনো শহীদ মিনার। তাই কলাগাছ দিয়েই শহীদ মিনার গড়লেন তাঁরা। অতঃপর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানালেন তাঁরা।

গতকাল শুক্রবার মহান বিজয় দিবসে শহীদদের প্রতি এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন কিছুসংখ্যক পাহাড়ি বনাঞ্চলের কুলি-শ্রমিকেরা। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে সম্মান প্রদর্শন করেন তাঁরা।

তাঁরা কলাগাছের তিনটি টুকরো মাটিতে পুঁতে তৈরি করেছেন তিনটি মিনার। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের তিনটি খণ্ড তীর্যকভাবে আটকে দেওয়া হয়েছে। কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রতিটি মিনার। টাঙিয়ে দেওয়া হয়েছে জরি, রঙিন কাগজ, নানা রঙের বেলুন আর ফুল।

শুক্রবার ভোরে বয়োজ্যেষ্ঠ শ্রমিকদের সঙ্গে কয়েকজন শ্রমিক মিলে পুষ্প দেন ওই মিনারের বেদিতে। এরপর অন্যরাও একে একে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

বেরিবাইদ বৈরাগী বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিটর দিব্রা বলেন, ‘প্রতিদিন ভারী কৃষিপণ্য উঠানামার পর দূরে গিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া কষ্টসাধ্য।

তাই ২০০৯ সাল থেকে নিজেরা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করি।’

কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেপিশ হাজং বলেন, একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদে আবেদন দেওয়া হয়েছে। ছোট হলেও এখানে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি তাঁদের।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন