Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভাতার টাকা যাচ্ছে অন্য নম্বরে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ভাতার টাকা যাচ্ছে অন্য নম্বরে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাতা পেতে ভোগান্তিতে পড়েছেন উপকারভোগীরা। অনেকের বিকাশ নম্বর ঠিক থাকলেও টাকা পাচ্ছেন না। টাকা যাচ্ছে অন্য মোবাইল ফোন নম্বরে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পাটগ্রাম উপজেলার বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সরকার কর্তৃক প্রদেয় ভাতা মোবাইল ব্যাংকিং বিকাশের জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) দেওয়া শুরু হয় এ বছরের জানুয়ারিতে। ভাতাভোগীদের অনেকের দেওয়া মোবাইল নম্বরে টাকা না আসা অন্য অপরিচিত নম্বরে টাকা যাওয়া, অনেকের বিকাশ করা না থাকলেও টাকা গেছে বলে জানানোর কারণে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়েও দিনের পর দিন ঘুরতে হচ্ছে।

গতকাল সোমবার পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায় শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভিড়। তাঁদের অভিযোগ দীর্ঘদিন থেকে ভাতার টাকা পাচ্ছেন না। টাকা ব্যয় করে প্রত্যন্ত গ্রাম এলাকা একাধিকবার সমাজসেবা কার্যালয়ে ঘুরেও কোনো কাজ না হওয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা।

পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার আব্দুল আজিজ বলেন, ‘অনেকে টাকা পাইছে। আমি ৩ হাজার ও ১ হাজা ৫০০ টাকা পাইনি। যে নম্বর বিকাশ করে দিয়েছি ওই নম্বরে টাকা ঢুকেনি। আজ (সোমবার) সমাজসেবা কার্যালয়ের লোক অন্য একটা নম্বর বের করে লিখে দিয়ে বলল ওই নম্বরে নাকি টাকা গেছে।’

উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল আলম বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে ৬০০ বেশি ভাতাভোগীকে ভাতা দেওয়া সম্ভব হয়নি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ