লালমনিরহাটের আদিতমারী উপজেলার চৌধুরীবাজার এলাকায় ৫ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিউল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক নিজ বাড়িতে রেখে বিক্রি করছেন রবিউল ইসলাম-এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রবিউলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।