ফেনী সদর উপজেলার পঞ্চম ধাপের ১২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জনসহ ১৭ প্রার্থীকে বিনা ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিতরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ৭ জন সংশ্লিষ্ট ইউপির বর্তমান চেয়ারম্যান। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
এসব ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় শর্শদী ইউপিতে জানে আলম ভূঞা, ধর্মপুরে শাহাদাত হোসেন সাকা, কালিদহতে দেলোয়ার হোসেন ডালিম, কাজীরবাগে কাজী বুলবুল আহমেদ সোহাগ, ফাজিলপুরে মো. মজিবুল হক রিপন, মোটবীতে হারুন অর রশীদ, বালিগাঁওয়ে মোজাম্মেল হক বাহার ও ফরহাদনগর ইউপিতে মোশাররফ হোসেন টিপুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ১২ ইউপিতে ভোট গ্রহণ হবে। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে ফাজিলপুর ইউপিতে ১ জন, ফরহাদনগরে ২ জন, বালিগাঁওয়ে ৩ জন ও কালিদহতে ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
এর আগে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থী, ধর্মপুরে ২ জন, শর্শদীতে ১ জন ও ছনুয়াতে ১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।