কেশবপুরের মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে স্থানীয় যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে কেশবপুরের গৌরীঘোনা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও দর্শকের সমাগম ঘটে।