মির্জাপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ‘তারার মেলা বিদ্যালয়ে’ এই বস্ত্র বিতরণ করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক ও তারার মেলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মীর মঈন হোসেন রাজিব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক প্রমুখ।