লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শাহরিয়ার ফয়সালকে আহ্বায়ক ও আরিফুর রহমান মিস্টারকে সদস্যসচিব করে উপজেলা এবং মাহিদুল ইসলাম রিপন মিয়াজিকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম বিপ্লবকে সদস্যসচিব করে পৌর কমিটি গঠন করা হয়।
গত বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ছাড়া উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম শুভ চৌধুরী, জহির হোসেন, আলী হোসেন, ফারুক উদ্দিন বাবর, সাইফুল ইসলাম ফিরোজ, রুবেল রানা, চৌধুরী রোকন, বিল্লাল হোসেন, মিলন পাঠান।
পৌর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন হিরণ মিয়াজি, নাঈম হোসেন, আবুল খায়ের, কাউছার আলম শাহীন, রিপন পাটওয়ারী, ইব্রাহীম মুসা, রহিম পাটওয়ারী, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর হোসেন। দুটি কমিটিই ৩১ সদস্যের।
নবগঠিত কমিটির উপজেলা আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার ফয়সাল বলেন, ‘দলের দুর্দিনে ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনগুলোতে অতীতের মতো দলকে আরও সুসংগঠিত করতে পারব বলে আত্মবিশ্বাসী। প্রাথমিকভাবে দলের সব ইউনিয়নকে গুছিয়ে আগামী আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে থাকাই আমার প্রধান লক্ষ্য।’