Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাজারকুলে দুই তলা বেসরকারি পাঠাগার

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রাজারকুলে দুই তলা বেসরকারি পাঠাগার

কক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজারকুলে নির্মিত হচ্ছে ২৫ লাখ টাকা ব্যয়ে বেসরকারি গণগ্রন্থাগার। ১০ হাজারের অধিক জনসংখ্যার এ রাজারকুলে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চার বছর ধরে কাজ করছে জ্ঞানান্বেষণ পাঠাগার।

জানা গেছে, ২০১৭ সালের এপ্রিলে ছোট্ট একটি দোকানঘরে এ গ্রামে জ্ঞানান্বেষণ পাঠাগারের যাত্রা শুরু।

২০১৮ সালে বেসরকারি পাঠাগার হিসেবে নিবন্ধন পায় এটি। বর্তমানে ৪ হাজারের অধিক বই ও ১০০ জনের বেশি নিয়মিত পাঠক রয়েছে পাঠাগারটিতে।

সম্প্রতি পুরোনো পাঠাগার ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় এক বাসিন্দার দানকৃত ১০ শতক জমিতে ১ হাজার ৪০ বর্গফুটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ভবনটি দোতলা হবে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, জ্ঞানান্বেষণ পাঠাগার ভবনের নির্মাণকাজ চলছে। প্রকৌশলী উদয়ন বড়ুয়া জয়দ্বীপ বলেন, ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয় হবে।

জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি অসীম বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি আধুনিক গণগ্রন্থাগার হবে জ্ঞানান্বেষণ পাঠাগার। এখন কেউ বই পড়তে চায় না, তাই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরিমুখী করতে আমাদের এই প্রচেষ্টা। ভিন্ন আঙ্গিকে প্রি-প্রাইমারি ও আধুনিক কম্পিউটার ল্যাব করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণের পরিকল্পনা আমাদের রয়েছে।’

হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বলেন, ‘বই পড়া থেকে শিশু-কিশোরেরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কঠিন সময়ে জ্ঞানান্বেষণ পাঠাগার শিশু-কিশোরদের আবার বই পড়ার প্রতি আগ্রহ তৈরির ক্ষেত্রে নব বিপ্লব ঘটাচ্ছে। তাদের কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমি শুনেছি টাকার অভাবে ভবন পুনর্নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।’

জ্ঞানান্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মান্নান বলেন, ‘ভবন পুনর্নির্মাণের কাজ শুরু করতে গিয়ে গত এক বছর পাঠাগারের কার্যক্রম কমে এসেছে। এখন আমাদের কোনো ভবন নেই। গ্রামের মানুষদের চাঁদা ও অল্প কিছু সরকারি অনুদানে পাঠাগারের কার্যক্রম চলে। জ্ঞানান্বেষণ পাঠাগারের ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা করছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ