‘পুলিশ যেন পরিবারের একজনকে না, সকলকে গুলি করে হত্যা করে। কারণ, ছেলেকে হারিয়ে আমাদের পরিবার এখন জিন্দা লাশ।’ কথাগুলো পুলিশের গুলিতে নিহত হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের (১৯) মা শাহনাজ বেগমের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ওয়ার্কশপের কর্মী সাব্বির। তিনি চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিন রাজার ছেলে।
স্বজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সাব্বিরের বাবা জসিম উদ্দিন পেশায় রাজমিস্ত্রি। মা শাহনাজ বেগম গৃহিণী। এ দম্পতির বড় ছেলে সাব্বির। তাঁর ছোট ভাই সাফায়েত হোসেন (৮) স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ে।
সাব্বিরের বাবা বলেন, ‘সংসারের হাল ধরার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেল। ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে।’