দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গাজীপুর: কালীগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। সকালে নলছাঁটা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক নূর মোহাম্মদ (৫৭) কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরচড়া চিথলিয়া এলাকার বাসিন্দা।
শেরপুর: নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সকালে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের নলজোরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান (২৭) ময়মনসিংহের তারাকান্দার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে।
জামালপুর: মেলান্দহে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। দুপুরে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
খুলনা: ডুমুরিয়ায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৫৬)। তিনি পাশের মঠবাড়ি গ্রামের বাসিন্দা।
কক্সবাজার: রামুতে ট্রাকচাপায় আতিকুর রহমান (২৯) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।