মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা-পুলিশ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। গত বুধবার উপজেলার বাঙ্গরা বাজারের দৌলতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. শাহিন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহাপুর এলাকার উলুচারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উপপরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্ব ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তির কাছে ১২ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।