Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়ক সংস্কারের মালামাল ফেলে দেওয়ার অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সড়ক সংস্কারের মালামাল ফেলে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজের মালামাল রাতের আঁধারে পুকুর ও ডোবায় ফেলে দেওয়ার বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে আগামীকাল রোববার ওই সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্থানীয় সরকার কার্যালয়ের প্রকৌশলী জাহিদুল হক।

এলাকাবাসীরা জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ। তাঁদের অভিযোগ, কাজ শুরুর দুই দিন পর গত বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় থেকে সংস্কার কাজে ব্যবহৃত ইট-বালি-সুরকি নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়।

সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বলেন, ‘রামগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলীর পরিচয় দিয়ে জানানো হয় সরকারিভাবে সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে। আপনি যে মালামাল সড়কে ফেলে গর্ত ভরাট করেছেন, তা আপনি উঠিয়ে নেন। উক্ত সড়কটি নাকি টেন্ডারও হয়েছে; যা সংস্কার কাজ শুরুর দিন পর্যন্ত বলতে পারবে না। কি করে রাতারাতি টেন্ডার হল বুঝলাম না। তবে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুখবর। তারপরও সড়কটি হোক।’

এ সময় তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ফোন দেওয়ার দিন রাতেই কে বা কারা রাতের অন্ধকারে আমাদের সংস্কারকৃত সড়কটি থেকে ইট-বালু-সুরকি পালের পুকুর ও ডোবাতে ফেলে দেন। স্বেচ্ছায় উপকার করতে এসেও রাজনীতির বলী হলাম।’

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার কার্যালয়ের প্রকৌশলী জাহিদুল হক বলেন, ‘কে বা কারা বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদকে ফোন দিয়েছেন আমি জানি না। তবে লক্ষ্মীপুর থেকে কল দেওয়া হতে পারে।

তবে তিনি উক্ত সড়ক সংস্কারে আরও ৬ মাস আগে টেন্ডার হয়েছে জানিয়ে বলেন, আগামীকাল রোববার ওই সড়কের সংস্কার কাজ উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন। স্থানীয় সরকার অধিদপ্তর থেকে খলিফার দরজা থেকে বরিয়াইশ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এ সড়কটি ১ কোটি ১ লাখ টাকায় টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ