Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যসহ আহত ১৩

কেশবপুর প্রতিনিধি

ইউপি সদস্যসহ আহত ১৩

যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। গত বুধবার বিকেলে ভোট শেষ হওয়ার পর থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আট ইউপিতে এসব ঘটনা ঘটে।

তাঁরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ছাড়া ভোট চলাকালে সহিংসতায় ৬ জন আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হন। সব মিলিয়ে দুই দিনে ১৯ জন আহত হয়েছেন।

এ সব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার কেশবপুরে পঞ্চম ধাপে ১১ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর উপজেলার গৌরীঘোনা ইউপির ভেরচি গ্রামে জয়ী ও পরাজিত দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নবনির্বাচিত ইউপি সদস্য আসাদুজ্জামান (৪২) ও তাঁর ভাই ইমদাদুল হোসেন (৩৫) আহত হন। আসাদুজ্জামান বর্তমান ইউপি সদস্য।

অপর দিকে বিদ্যানন্দকাটিতে ইউপি সদস্য প্রার্থী মহিতোষ ঘোষ (৪৫) ও তাঁর কর্মী প্রশান্ত ঘোষ (৩৮) প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সাগরদাঁড়ির বাঁশবাড়িয়া গ্রামে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের কর্মীদের সংঘর্ষে খলিলুর রহমান (৪৮) ও তাঁর ছেলে আব্দুল্লাহ আল মামুন মারাত্মকভাবে আহত হন। তাঁদের মধ্যে খলিলুর রহমানের ডান পা ভেঙে গেছে।

এ ছাড়া বিদ্যানন্দকাটির ভান্ডারখোলা গ্রামের হাফিজুর রহমানকে (৫২) প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে।

এদিকে কেশবপুর ইউপির সুজাপুর গ্রামের সুজিত দাস (৪৫), মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২), মঙ্গলকোটের বসুন্তিয়া গ্রামের তবিবুর রহমান (৩৫), সুফলাকাটির বেতিখোলা গ্রামের মোজাহার গাজী (৬৫), বিদ্যানন্দকাটির পরচক্রা গ্রামের মইনুল ইসলাম (৩০) ও রবিউল ইসলাম (২২) এবং মঙ্গলকোটের ছোটপাথরা গ্রামের মতলেব সরদার (৫০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, ‘ভোটের ঘটনায় আহত হয়ে যাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁদের দুজনের হাত ভাঙা, দুজনের পা ভাঙা ও কয়েকজনের মাথা ফেটে গেছে। এ ছাড়া কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের সবার চিকিৎসাসেবা চলছে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, ‘নির্বাচন ঘিরে সংঘর্ষ বা আহতের ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ