Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিরতি ভেঙে ফিরলেন সীমানা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিরতি ভেঙে ফিরলেন সীমানা

বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন সীমানা। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় এসেছিলেন রিশতা লাবনী সীমানা। এরপর হয়ে উঠেছিলেন টিভি নাটকের নিয়মিত মুখ। অনেক নাটকে অভিনয়ের পাশাপাশি একটি সিনেমাও করেছিলেন তিনি। ‘দারুচিনি দ্বীপ’ নামের সিনেমাটি বানিয়েছিলেন তৌকীর আহমেদ। মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।

১৬ বছরের মাথায় ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় নাম লেখালেন সীমানা। সিনেমার নাম ‘রোশনী’, বানাচ্ছেন বিপ্লব হায়দার। এতে সীমানার চরিত্রটি একজন সাংবাদিকের। সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায়, অপরাধের বিরুদ্ধে তার কঠোর অবস্থান। এ কারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় চরিত্রটিকে। সীমানা জানিয়েছেন, গত মাসে শুরু হয়েছে শুটিং। বান্দরবানে ১০ দিনের কাজ শেষে তিন দিন ধরে শুটিং চলছে পুবাইলে।

মাঝে অনেকটা সময় ক্যামেরার সামনে অনুপস্থিত ছিলেন সীমানা। ব্যস্ত ছিলেন সংসার-সন্তান নিয়ে। এটিই কি অভিনয় থেকে বিরতির কারণ? গতকাল যখন সীমানার সঙ্গে কথা হয়, তখন তিনি সিনেমার শুটিংয়ে। তিনি বললেন, ‘মাঝখানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। নিজেকে সময় দিয়েছি। সব গুছিয়ে আবার অভিনয়ে ফিরলাম।’

টিভি নাটকেও অভিনয় করছেন সীমানা। মুরাদ পারভেজের পরিচালনায় এটিএন বাংলার ‘স্মৃতির আল্পনা আঁকি’ মেগা ধারাবাহিকে কাজ করছেন। আগামী মাস থেকে শুরু করবেন বৈশাখী টিভির ‘বউ-শাশুড়ি’ ধারাবাহিকের শুটিং। এ ছাড়া সালাহউদ্দিন লাভলু, সৈয়দ আওলাদসহ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের কথা চূড়ান্ত হয়ে আছে তাঁর। সব মিলিয়ে হাতে এখন অনেক কাজ। হাসতে হাসতে সীমানা বললেন, ‘এবার একদম উঠেপড়ে লেগেছি।’

এত বছর পর ফিরে এসে ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? সীমানা বলেন, ‘সবই বদলে গেছে। আমরা আগে যেভাবে কাজ করেছি, এখন ওই অবস্থা নেই। কাজের পরিবেশ বদলেছে। তবে হ্যাঁ, ভালো কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ