বছরের প্রথম দিনে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাতৃভাষায় লেখা নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জেলার বিভিন্ন স্কুলে এই বই বিতরণ করা হয়। বছরের শুরুতে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩৮ হাজার ৫১৭ জন চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থী আছে। এর মধ্যে ৮৫ হাজার ৭০৫ শিক্ষার্থীকে তাদের মাতৃভাষায় বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে দেওয়া হয়েছে মাতৃভাষায় রচিত বাংলা, গণিত ও ইংরেজি বই। তবে তৃতীয় শ্রেণিতে দেওয়া হয়েছে বাংলা বই। এ ছাড়া জেলার ৫৯৪টি বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৪৬ হাজার ৩৩৭টি বই বিতরণ করা হয়।
গতকাল মাতৃভাষা রচিত নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুই চাকমা, নীলা ত্রিপুরা ও সানু মারমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুয়ারা বেগম জানান, ‘সারা দেশের মতো প্রত্যন্ত এলাকায় আমাদের বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। এখানে বাঙালি শিক্ষার্থীর পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীকে তাঁদের নিজস্ব মাতৃভাষায় রচিত বই দেওয়া হয়েছে।’ এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ‘জেলার শতভাগ স্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় রচিত বই বিতরণ করা হয়েছে।’