চৌগাছার টেংগুরপুর গ্রামে দুই ভাই আইয়ুব খান (৬৫) ও ইউনুচ খান (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন টেংগুরপুর গ্রামের বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী রূপালী খাতুন।
গত বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৭ এপ্রিল রাতে টেঙ্গুরপুর গ্রামের সরদার ভাটার পাশের চায়ের দোকানের সামনে বিপ্লবের সঙ্গে আইয়ুব খানের কথা-কাটাকাটির একপর্যায়ে বিপ্লব তাঁকে মারপিট করে।
এ সংবাদ পেয়ে আইয়ুবের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে বিপ্লব ও তাঁর লোকজন আইয়ুব ও তার ভাই ইউনুচকে কুপিয়ে জখম করেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আইয়ুবের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন।
ঘটনার দিন দুই আসামি বিপুল ও মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পাঁচ দিন পর ১১ এপ্রিল বিল্লাল ও রুপালীকে গ্রেপ্তার করে র্যাব।
পরে মামলার তদন্ত কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল ও তাঁর স্ত্রী রূপালীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।