জলাবদ্ধ মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছেন জয়ন্তী রানী সরকার। তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমাধানের কেশবপুরের পাঁজিয়া ইউনিটের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শক।
প্রায় দেড় মাস ধরে পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা, মনোহরনগর ও পাথরঘাটা গ্রামের ৩ শতাধিক মানুষ পানিবন্দী জীবন-যাপন করছেন। এ ছাড়া জলাবদ্ধতার পানি পচে বিষাক্ত হয়ে গেছে। ইতিমধ্যে মানুষের হাত পায়ে চুলকানিসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। তাঁদের সেবায় কাজ করে যাচ্ছেন জয়ন্তী।
স্বাস্থ্য পরিদর্শক জয়ন্তী রানী সরকার বলেন, ‘প্রতিদিন পানিবন্দীদের সেবা দিয়ে যাচ্ছি।’