Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বন্যার পানিতে ভেঙেছে রাস্তা, চলাচলে দুর্ভোগ

জৈন্তাপুর প্রতিনিধি

বন্যার পানিতে ভেঙেছে রাস্তা, চলাচলে দুর্ভোগ

জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর-ঘিলাতৈল রাস্তা বন্যার পানিতে ভেঙে গেছে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের মানুষ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

জানা গেছে, ডিবিরহাওর, ঘিলাতৈল, খলারবন্দ, ফুলবাড়ী গ্রামের মানুষসহ ডিবিরহাওর বিজিবি ক্যাম্পের সদস্যরা এই রাস্তা দিয়ে চলাচল করে। সম্প্রতি বন্যার পানিতে রাস্তাটির একটি অংশ ভেঙে গেছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।

ফরিদ উদ্দিন, আব্দুল হান্নান, পলাশ দাস, মনোরঞ্জন দাসসহ বেশ কয়েকজন বলেন, যোগাযোগের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় একটু বৃষ্টি হলেই চলাচলে সমস্যা হয়।

নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলেন, ‘আমি লিখিতভাবে উপজেলা প্রশাসনের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তালিকা প্রেরণ করেছি। দ্রুত মেরামতের জন্য উদ্যোগ গ্রহণে অনুরোধ করেছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাওয়া হয়েছে। তাদের তালিকা পাওয়ার পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ