Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গোখাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে বিচালির দাম

চৌগাছা প্রতিনিধি

গোখাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে বিচালির দাম

যশোরের চৌগাছায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে খেতে কেটে রাখা বিপুল পরিমাণ আমন ভেসে গিয়েছে ও ডুবে নষ্ট হয়েছে। এতে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ বিচালি। ফলে উপজেলায় গোখাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বাজারে বেড়েছে খড়ের দাম।

উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রাশেদুল ইসলাম বলেন, তিন দিনের টানা বৃষ্টিতে উপজেলার ৫৩০ হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে খেতে কেটে রাখা পাকা ধান ডুবে নষ্ট হয়েছে ও ভেসে গেছে। এমনকি জালি (কেটে বেঁধে গুছিয়ে রাখা) দিয়ে রাখা ধানের ওপরও পানি উঠেছিল। ফলে বিপুল পরিমাণ বিচালিও নষ্ট হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামের চাষি ও গো-খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির আগে ১ কাউন বিচালির দাম ছিল ২০০০ থেকে ২৫০০ টাকা। বৃষ্টির পরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০০ থেকে ৮০০০ টাকায়।

উপজেলার বাঘারদাড়ি গ্রামের অহেদ আলী বলেন, ‘আমার এক বিঘা জমির কেটে রাখা ধানের ওপরে এখনো হাঁটু পানি। আমার ছেলে ধানের আগা কেটে ধান সংগ্রহের কথা বলেছিল। তবে আমি একটি ট্রলিতে করে ভেজা ধানই বাড়িতে আনি। ভেজা বিচালি থেকেই দুই শ্রমিকের সাহায্যে মেশিনের মাধ্যমে ধান সংগ্রহ করি। পরে গ্রামেরই একজন ওই ভেজা বিচালি–ই পাঁচ হাজার টাকায় কিনে নেন।’

অহেদ আলী আরও বলেন, ‘অনেকেই বিচালি করতে পারেননি, কোনোমতে ধান সংগ্রহ করেছেন। বিচালি সংকটের কারণে এই ভেজা বিচালিও পাঁচ হাজার টাকা বিক্রি করতে পেরেছি।’ একই গ্রামের ইসমাইল হোসেন ৮০০০ টাকা দরে গ্রামেই তাঁর বিচালি বিক্রি করেছেন বলে জানা গেছে। তিনি বৃষ্টির আগেই ধান সংগ্রহ করতে পেরেছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। এতে বেশি ক্ষতি হয়েছে বিচালির। ফলে শুকনা বিচালি সংকটের কারণে বিচালির দাম বেড়ে গেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ