Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুর্গন্ধ ছড়ানোর পর কক্ষে মিলল লাশ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

দুর্গন্ধ ছড়ানোর পর কক্ষে মিলল লাশ

নিজের নির্মাণাধীন ভবনের কক্ষে বিছানার ওপর কয়েক দিন ধরে পড়ে ছিল মরদেহটি। কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পারেনি পরিবারের লোকজন। এই ঘটনা ঘটেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গত মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে গোসাইরহাট থানা-পুলিশ। বাবুল সরদার (৬০) নামে মৃত ওই ব্যক্তি গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ বাড়িতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন বাবুল সরদার। তবে এক মাস আগের থেকে একই এলাকায় নিজেরই আরেকটি নির্মাণাধীন ভবনের কক্ষে থাকতেন তিনি। নিজের দুটি বাড়ি কাছাকাছি হলেও পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় তাঁর সম্পর্কে খোঁজ রাখতে পারেননি পরিবারের লোকজন। নিজের বিছানায় মৃত অবস্থায় কয়েক দিন পড়ে ছিলেন তিনি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তার ছোট ভাইয়ের স্ত্রী এগিয়ে গিয়ে ওই ভবনের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত বাবুল সরদারের দ্বিতীয় স্ত্রী কোহিনূর আক্তার বলেন, ‘প্রায় এক মাস ধরে তিনি (বাবুল) ধীপুরের নতুন বাড়িতে আলাদা থাকেন। পরে আর আমাদের এখানে আসে নাই।’

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সুমন বলেন, ‘খবর পেয়ে ধীপুর এলাকার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ