রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
গতকাল হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালের করোনা ইউনিটে রাজশাহী ও নওগাঁর একজন করে রোগীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। দুজনেরই বয়স ষাটের বেশি।