দিনভর অভিযান চালিয়েও খালে নিখোঁজ মো. কামাল উদ্দিনের (১০) সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। গতকাল বুধবার সন্ধ্যা ৫টায় খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির সন্ধানে তখনো ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ কামাল উদ্দিনের সন্ধান এখনো পাওয়া যায়নি। সকাল সাড়ে ৭টায় অভিযান শুরুর পর আমাদের কর্মীরা এখনো অভিযান পরিচালনা করছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলবে। এর মধ্যে যদি সন্ধান না পাওয়া যায় তাহলে আগামীকাল আবারও অভিযান পরিচালনা করা হবে।’