হোম > ছাপা সংস্করণ

কলকাতায় চলছে ফারিয়ার বিবাহ অভিযান

‘বিবাহ অভিযান’-এর সাফল্যের পর এর সিক্যুয়েলের কাজ ধরেছিলেন নির্মাতা। দুইবার শুটিংয়ের তারিখ ঠিক করেও শুরু করা যায়নি কাজ। দিন-তারিখ সবই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে একবার শুটিং বাতিল হলো রাজনৈতিক কারণে, অন্যবার পরিচালক বদল। অবশেষে ২ নভেম্বর থেকে কলকাতায় শুরু করা গেছে ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং। প্রথম পর্বের মতো এবারও রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তিনি শুটিং করছেন ৫ নভেম্বর থেকে।

নতুন এই সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া ভারত থেকে বলেন, ‘দুইবার শুটিং পেছানোর পর গত সপ্তাহ থেকে বিবাহ অভিযান-২ সিনেমার শুটিং শুরু করা গেছে। ভালোভাবেই এগিয়ে চলছে কাজ। আশা করছি, বিবাহ অভিযান সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। যেহেতু বিবাহ অভিযান-২ সিক্যুয়েল সিনেমা, তাই চরিত্রটি আগের মতো রেখেই যোগ করা হয়েছে নতুন কিছু চমক।’

নুসরাত ফারিয়া জানিয়েছেন, কলকাতা অংশের শুটিং শেষ করে চলতি মাসের শেষ দিকে শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে বিবাহ অভিযান টিমের।

‘বিবাহ অভিযান-২’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, সোহিনী, প্রিয়াঙ্কা এবং একটি বিশেষ চরিত্রে সৌরভ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘বিবাহ অভিযান’।

প্রথম পর্বটি বিরসা দাশগুপ্ত পরিচালনা করলেও এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক হালদার। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ।

এদিকে বিবাহ অভিযানের শুটিংয়ে যাওয়ার আগে ঢাকায় একটি বিজ্ঞাপনের কাজ করেছেন ফারিয়া। জিঙ্গেলনির্ভর এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অংশু। এতে ফারিয়ার বিপরীতে রয়েছেন মুশফিক ফারহান। এ ছাড়া শেষ করেছেন ওপার বাংলার ‘রকস্টার’ সিনেমার কাজ। দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ 
একাধিক সিনেমা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ