Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ শুরু

গোপালপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ শুরু

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা এ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন খান ও ভূঞাপুরের অর্জুনা ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী রাস্তাটির নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় তাঁরা জানান, টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনিরের নির্দেশনায় দুই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই কাজটি শুরু করা হলো। হেমনগর ও অর্জুনা ইউনিয়নের শাখারিয়া ও ভরুয়া গ্রামের মাঝখান দিয়ে এই এক কিলোমিটার রাস্তা বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে নামকরণ করা হবে। এ সময় ইউপি সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার বলেন, নলিন গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কাদেরিয়া বাহিনীর অধীনে গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন।

সাংসদ ছোট মনির জানান, পর্যায়ক্রমে গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নির্মাণসহ বহুমুখী স্থাপনা নির্মাণ করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ