নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাবা লিগ শুরু হয়েছে। গত রোববার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে দাবা লিগের ভার্চুয়াল উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
দাবা উপ-কমিটির আহ্বায়ক আসলাম হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।