ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে নদী বাঁচাও আন্দোলনের নেতারা ১৭ দফা দাবি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সভাপতি ইকরাম এলাহি খান সাজ, কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, সাধারণত সম্পাদক এটিএম মাহবুবুল আলম, এমএ আজিজ, মতিউল আলম, সরফরাজ নেওয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, নাসিরাবাদ কলেজের সাবেক জিএস মোকলেছুর রহমান তপন, সুইটি, সাফিয়া ও অ্যাডভোকেট লিপি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে। আর নদী বাঁচাতে হলে নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশে নদী টিকে থাকবে।